ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লার ভুইগড় কড়ইতলা থেকে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ মোকাররম আলী (৩৮) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। রবিবার রাত আটটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় কড়ইতলা ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক থেকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শত ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৩’র সদস্যরা।

পরে তাকে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে এবং অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন র‌্যাব-৩’র সদস্যরা। গ্রেপ্তারকৃত মোকাররম আলী ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর থানার নুরপুর গোকর্ন গ্রামের মো. তোবারক আলীর পুত্র।

জানা যায়, সেংবাদের ভিত্তিতে র‌্যাব-৩’র সদস্যরা রোববার রাত সাড়ে সাতটার দিকে ভুইগড় কড়ইতলা নজরুল এন্ড ব্রাদ্রাস্ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়কের সাইনবোর্ড থেকে নারায়নগঞ্জগামী রাস্তায় তল্লাশী চৌকি বসায়।

রাত আটটার দিকে এ মোকাররম তল্লাশী চৌকির সামনে থেকে দৌড়ে সাইনবোর্ডের দিকে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব-৩’র সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

পরে তার পেছনে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শ’ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া(পিপিএম) জানান, র‌্যাব-৩’র সদস্যরা বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোকাররমের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের সহ তাকে সোপর্দ করেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৯   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী



আর্কাইভ