শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : ব্রিটিশ হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারি » শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : ব্রিটিশ হাইকমিশনার
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : ব্রিটিশ হাইকমিশনার

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বৃহস্পতিবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে তার সিলেট নগরীর পাঠানটুলাস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাতকালে এ মন্তব্য করেন।
বৃটিশ হাইকমিশনার সারাহ কুক সিসিক মেয়রের সাথে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়রকে আশ্বস্ত করেন। তিনি ব্রিটিশ বাংলাদেশীদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার প্রশংসা করেন।
সারাহ কুক সিলেটবাসীর অতিথিপরায়নতারও ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাও জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৪   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ