কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সোহাগ (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।

নিহত সোহাগ মিয়া গদারবাগ এলাকার হানিফ মিয়ার ছেলে। বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যান সোহাগের স্ত্রী মিনা আক্তার ও দেড় বছর বয়সী মেয়ে তাইয়েবা আক্তার। তার আরেক মেয়ে তানহা আক্তার (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত সোহাগের ৭৫ শতাংশ পোড়া ছিল।

এ ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

অপর নিহতরা হলেন- সোহাগের বড় ভাই সৌদি প্রবাসী মিলন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩২) ও তার মেয়ে ইশা আক্তার (১৪)।

উল্লেখ্য, কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদে ৬ ইউনিট কাজ করে ভোর সোয়া ৬টা টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। এর আগে ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজন নারী ও একজন শিশুর মরদেহ পাওয়া গেছে। এছাড়া একজনকে আহত উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩১   ৭৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ