কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারি » কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু
বুধবার, ৯ আগস্ট ২০২৩



কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু

সচল ঢাকা গড়ে তোলার লক্ষ্যে এবং বাস রুট রেশনালাইজেশনের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের সেবাদান কার্যক্রম কাঁচপুরে স্থানান্তরিত হবে।

নির্মাণ কাজের উদ্বোধনের পর শেখ তাপস বলেন, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করতে বাস রুট রেশনালাইজেশনের কমিটির সভার সিদ্ধান্তের আলোকে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এখানে সাড়ে ১২ একরের বেশি জমি দেওয়া হয়েছে। এখানে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার আন্তঃজেলা বাস সেবা এখান থেকেই পরিচালনা করা হবে।

টার্মিনাল নির্মাণের প্রাথমিক কার্যক্রম নিজস্ব অর্থায়নেই বাস্তবায়িত হবে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, এই টার্মিনাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নেই নির্মাণ করা হচ্ছে। এটা পরিচালনার পূর্ণ দায়িত্বও ডিএসসিসি পালন করবে। টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার পর বাসগুলো এখান থেকেই সেবা দেওয়া শুরু করবে। আমাদের বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরিকল্পনা, তার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনাকে আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসব। ধাপে ধাপে আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪৮   ৮০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ