‘প্রজেক্ট কে’ : নাম পাল্টে প্রকাশ্যে এলো ঝলক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘প্রজেক্ট কে’ : নাম পাল্টে প্রকাশ্যে এলো ঝলক
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



‘প্রজেক্ট কে’ : নাম পাল্টে প্রকাশ্যে এলো ঝলক

এক সিনেমায় একসঙ্গে হাজির হচ্ছেন ভারতের বড় বড় সব সুপারস্টার। তারওপর বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর ছবিটি নিয়ে দর্শক প্রত্যাশা তুঙ্গে। তবে প্রত্যাশায় ভাটা পড়ে ছবিটিতে প্রভাস ও দীপিকা পাড়ুকোনের লুক প্রকাশ্যে আসার পরপরই। এবার নাম পাল্টে প্রকাশ্যে এলো ছবিটির প্রচার ঝলক।

হ্যাঁ, ‘প্রজেক্ট কে’ নাম পাল্টে ছবিটি এবার ‘কল্কি ২৮৯৮ এডি’ নামে পরিচিতি পাবে। কারণ একটাই, ছবির নাম পরিবর্তন করে ফেলেছে নির্মাতা সংস্থা। এই ছবি এক টাইম ট্রাভেলের গল্প বলবে। যেখানে ২০২৪ থেকে এক ধাক্কায় গল্প চলে যায় ২৮৯৮ সালে। যেখানে ভবিষ্যতের গল্প বুনবে এই ছবি। ছবির প্রচার ঝলক সামনে আসতেই তা স্পষ্ট হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে।

ঝাঁকড়া চুলে উঁচু করে খোপা বাঁধা, একমুখ দাঁড়ি, চেনা লুকে দেখা গেল প্রভাসকে। পুরো ঝলকজুড়ে যুদ্ধের এক ভয়াবহ আবহ। এই যুদ্ধ যেন হলিউড অ্যাভেঞ্জার্স-এর অনুকরণ। এক চিলতে দেখা মিলতে তেমনটাই প্রকাশ্যে এলো। প্রভাসের ছবির এই ঝলক দেখে এক শ্রেণি যেমন বেজায় খুশি, অপর শ্রেণি তেমনই বিরক্ত। ছবি ফ্লপের অনুমান করে বসল তারা।

হিন্দুদের বিশ্বাস অনুসারে, ‘কল্কি’কে ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার বলে মনে করা হয়। যখন কলিযুগ শেষ হবে, ধর্ম ভুগবে এবং অশুভ শক্তির আধিপত্য শুরু হবে, তখন ‘কল্কি’ আসবে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে নতুন যুগের সূচনা করবে।

ছবির এই প্রচার ঝলকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা মেলে দীপিকা পাড়ুকোনের। দেখা মিলল অমিতাভ বচ্চন, কামাল হাসানেরও। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের শুরুতে মুক্তি পাবে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা।

বাংলাদেশ সময়: ২০:০৫:৫৬   ১১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ