স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার রাত দেড়টার দিকে পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে স্বামী রেজাউল করিমকে (৩৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্বামী রেজাউল করিম বাড়িতে এসে তার স্ত্রী ফৌজিয়া বেগমের (৩৮) সঙ্গে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালাগাল এবং ঝগড়া শুরু করে। এ সময় রেজাউল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে তার স্ত্রীকে মারতে থাকে এবং একপর্যায়ে ঘর থেকে চাকু এনে হত্যার উদ্দেশ্যে পেটে চাকু ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে তার ছেলে-মেয়েরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই তিনদিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই সকালে ফৌজিয়া বেগম মারা যায়।

এদিকে এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রেজাউলের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই একপর্যায়ে বুধবার রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৫৭   ৭২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ