রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ
বুধবার, ৫ জুলাই ২০২৩



রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ

জেলা শহরের ফুটপাত ও সড়কে অবৈধভাবে দখলকারীদের দোকানপাটে আজ উচ্ছেদে অভিযান চালিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
বেলা ১১টা থেকে রাঙ্গামাটি শহরের বনরূপা, ফরেস্ট রোড ও হ্যাপির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কয়েক ঘন্টাব্যাপী চলা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে শতাধিক ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে গাড়ী পাকিং ও মূল দোকানের বাইরে সড়ক পর্যন্ত যেসব মালামাল রাখা হয় তা অপসারণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান জানান, নিরাপত্তার স্বার্থে ও শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটপাত ও সড়ক দখলকারীদের অবৈধ দোকানপাট ও পার্কিংয়ের বিরুদ্ধে এ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এ সময় শহরের ফুটপাত দখল ও অবৈধ সিএনজির যানজট মুক্ত করার দাবি জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০১   ৬১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত



আর্কাইভ