রাতেই ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাতেই ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



রাতেই ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এর ফলে সারা দেশে চলমান মৃদু তাপপ্রবাহ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৪ মে) আবহাওয়াবিদ খো. হাফজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিমি পর্যন্ত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৪৪   ৯৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ



আর্কাইভ