নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নিজে রক্তদানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্ধোধন করেন।

উদ্ধোধন অনুষ্ঠানে দিনব্যাপী রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সের সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। তিনি বলেন রক্তদান করলে শরীর দুর্বল হয় না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে। এসময় জেলা প্রশাসক সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন,নারায়ণগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা এ কে এম সাইফুল ইসলাম,”আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার” সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, এম,এ মান্নান ভুইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৪০   ১৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
ইসলামি বইমেলা উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর



আর্কাইভ