
আন্তর্জাতিক উইন্ডোর ম্যাচ শেষে মাঠে ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। স্যাটারডে নাইটে লা লিগা মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। রাত সোয়া ৮টায় তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এর আগে ইপিএলে বিকেল সাড়ে ৫টায় নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল। আর রাত ১০টায় সিরি আ’র হাইভোল্টেজ ম্যাচে লড়বে ইন্টার মিলান ও জুভেন্টাস।
এছাড়া, বুন্দেসলিগায় সাড়ে ১০টায় হামবুর্গের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।
নতুন মৌসুমে গতবারের হতাশা ঘোচানোর প্রত্যয়। শাবির অধীনে রিয়াল মাদ্রিদের খুনে মেজাজ দেখার অপেক্ষায় সমর্থকরা।
ওসাসুনা, রিয়াল ওভিয়েদো আর মায়োর্কার বিপক্ষে জয়ে লা লিগায় টেবিলের শীর্ষে মাদ্রিদিস্তারা। ওই ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ৬ বার বল পাঠিয়েছে জায়ান্টরা। গোল হজম করেছে ১টা। তবে, রিয়াল সোসিয়েদাদের মাঠে বড় জয়ই কাম্য। সব মিলিয়ে দলটির বিপক্ষে ১৮৩ ম্যাচ খেলে ১০২টিতেই জিতেছে লস ব্ল্যাঙ্কোস।
বেলিংহ্যাম, মেন্ডি, কামাভিঙ্গা, এন্দ্রিকরা মাঠের বাইরে। শাবির জন্য স্বস্তি, ইনজুরির তালিকায় যুক্ত হয়নি নতুন নাম। অপরিবর্তিত একাদশই মাঠে নামাতে পারেন কোচ। মাস্তানতুয়োনো খেললে, আবারও বেঞ্চে থাকতে হবে রদ্রিগোকে। তবে এমবাপ্পে, ভিনিসিউস, আর্নল্ডরা থাকবেন শুরুর একাদশেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে পাক্কা ৫ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না রিয়াল।
এদিকে ইপিএলে আর্সেনালও ডমিনেটিং ভিক্টরির অপেক্ষায়। কোচ আর্তেতা স্বপ্ন দেখিয়েছেন ঠিকই, কিন্তু সবশেষ ৩ মৌসুমে রানার্সআপ হওয়া গানারদের শিরোপার স্বপ্ন পূরণ হয়নি। এবার ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তিনে থাকা আর্সেনালের সংগ্রহ ৬। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে বড় জয়ই চাইবে তারা।
এমিরেটসে ফরেস্টের বিপক্ষে ৩৬ বছর হারেনি আর্সেনাল। তবে এ ম্যাচের আগে আক্রমণভাগ নিয়ে পুরোপুরি স্বস্তিতে নেই গানার্স। জেসুস-হেভার্টজ-সাকারা ইনজুরিতে। মার্তিনেল্লির অফফর্মে শুরুর একাদশে দেখা যেতে পারে এজেকে।
অন্যদিকে, সিরি আ’য় লড়াইটা দুই জায়ান্ট ইন্টার মিলান ও জুভেন্টাসের। মাঝে ঘরোয়া লিগ ট্রফিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস। তবে, সবশেষ ৫ মৌসুমে শিরোপা জিততে পারেনি তারা। টানা ২ জয়ে এবারের শুরুটা হয়েছে দারুণ।
গেল ৫ মৌসুমে ২ বার চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মৌসুমের শুরুতেই ১ ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে। তার ওপর তুরিনে সবশেষ ১১ লিগ ম্যাচে মাত্র ১টায় জিততে পেরেছে ইন্টার। বিগ ম্যাচে লাওতারো-থুরামদের কাছে সেরা পারফরম্যান্সই আশা করবে চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপরা।
আর বুন্দেস লিগায় একনায়ক বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হামবুর্গ, যাদের বিপক্ষে সবশেষ ১৬ বছরে হারেনি জায়ান্টরা। মুসিয়ালা, ডেভিসরা মাঠের বাইরে। তাতে অবশ্য সমস্যা হওয়ার কথা নয় টেবিল টপারদের। কেইন-দিয়াজরা আছেন ছন্দে। চেলসি থেকে ধারে যোগ দেওয়া জ্যাকসনও অভিষেকের অপেক্ষায়
বাংলাদেশ সময়: ১১:১৪:০২ ৫ বার পঠিত