নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতকে বেছে নেবে: হেলাল

প্রথম পাতা » ছবি গ্যালারি » নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতকে বেছে নেবে: হেলাল
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতকে বেছে নেবে: হেলাল

নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীর পক্ষেই রায় দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশালে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জনগণের মনের স্পন্দন বুঝতে হবে। জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। এর প্রমাণ মিলেছে দেশের বৃহৎ ক্যাম্পাসগুলোর নির্বাচনে। সমস্ত চাপ উপেক্ষা করেও যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে নানা ধরনের মেকানিজমের কথা চিন্তা করছেন, তবে এই যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নেবে না।’

অ্যাডভোকেট হেলাল আরও বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রসুলুল্লাহ (স.)-এর সাহাবীদের মধ্যে অধিকাংশই ছিলেন যুবক, তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল একটি ইসলামি সমাজ। বাংলাদেশের যুবকরাও যখন রাস্তায় নামে, তখন স্বৈরশাসক পালাতে বাধ্য হয়।’

সভায় মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবাল সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুবনেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৯   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন
লংগদুতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ও বসতঘর পুড়ে ছাই; ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
বিভক্তিতে স্বৈরাচার ফেরার পথ সুগম হবে : ডা. জাহিদ



আর্কাইভ