খু
লনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয় ৯টি তদারকিমূলক টিমের মাধ্যমে নগরী ও জেলার বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারের দাম ও ক্রয় ভাউচার যাচাই করা হয়।
এদিন খুলনা, কুষ্টিয়া, মাগুরা, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগি ও ডিমের দাম এবং ক্রয়-ভাউচার যাচাই করা হয়। এই অভিযান শেষে মোট ১২টি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন টেলিকম এন্ড কনফেকশনারিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে ভাই ভাই স্টোরকেও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাবলু বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাইমা ফার্মেসিকে যথাযথ পণ্য সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মাগুরা সদর উপজেলায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে ভাই ভাই ট্রেডার্সকে একই কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে আলম কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা সদর থানার সদর হাসপাতাল মোড় ও টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে আল সালহা ড্রিংকিং ওয়াটারকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার জন্য ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে আল্লাহর দান ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ভাটই বাজারে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ২৫ হাজার টাকা এবং আনিচ ডেন্টাল কেয়ারকে যথাযথ সেবা সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:১১ ৩ বার পঠিত