বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক

প্রথম পাতা » খুলনা » যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫



যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক

জেলায় ১৭টি স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দারাজহাট এলাকার হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি নয়শ’ ৩৪ গ্রাম। যার বাজারমূল্য তিন কোটি আট লাখ ৩১ হাজার টাকা।

আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ধুলঝোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যশোর বিজিবি’র একটি টিম অভিযান চালিয়ে স্বর্ণসহ সঞ্জয়কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সঞ্জয় সরকার বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।

আটক সঞ্জয়কে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর ও এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৮   ৬ বার পঠিত