ব্যক্তিজীবনে দীর্ঘসময় ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন টালিউড অভিনেতা দেব। অতীতে প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। কিন্তু এ অভিনেতার প্রথম ক্র্যাশ শুভশ্রী-রুক্মিণী কেউই নন। বরং দেবের হৃদয়ে প্রথম ক্র্যাশ অন্য এক অভিনেত্রী। কে সেই নায়িকা জানেন?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, দেবের প্রথম ক্র্যাশ বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সঙ্গীত বাংলার একান্ত সাক্ষাৎকারে দেব এ কথা জানান। বলেন,
দিয়া মির্জার প্রেমে প্রথম পড়েছিলাম। ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় তার অভিনয় আমাকে মুগ্ধ করে।
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: সংগৃহীত
দেব আরও বলেন,
শুধু সৌন্দর্য নয়, মানুষ হিসেবেও অসাধারণ তিনি। তাই শুধু আমার নয়, ৯০ দশকে অসংখ্য তরুণের ক্রাশ এই অভিনেত্রী।
প্রসঙ্গত, টালিউডে ক্যারিয়ারের দীর্ঘ ২০ বছর পার করছেন দেব। অভিনয় জীবনে অসংখ্য ব্যবসা সফল সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন। সম্প্রতি এ অভিনেতার প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘রঘু ডাকাত’। এ সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে।
বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৩ ৫ বার পঠিত