
রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১০ সেপ্টেম্বর) বিকালে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ গণসংযোগ করা হয়।
এ সময় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মানুষের কাছে যাচ্ছি। মাসুদ ভাইকে আগামী দিনে নারায়ণগঞ্জের রাজনীতিতে শুধু তার অবস্থান নয় জনগণের কল্যাণে লক্ষ্যে তার পক্ষ হতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা নারায়ণগঞ্জ-৫ আসনে এমন নেতৃত্ব চাই যে নেতৃত্বের নিজস্ব সামর্থ্য যোগ্যতা, মেধা রয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বাধাগ্রস্ত করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এবং এর বিরুদ্ধে তারেক রহমান যে সতর্ক বার্তা দিয়েছে তা মেনে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সেই লক্ষ্যে মাসুদ ভাইয়ের বিকল্প আমরা নারায়ণগঞ্জে দেখি না। আমাদের লক্ষ্য হচ্ছে সবার সাথে মিলেমিশে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। মাসুদ ভাই সেই লক্ষ্যে কাজ করবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য এড. শরীফুল ইসলাম শিপলু, সদস্য শহীদুল ইসলাম রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলা উদ্দিন ঈসাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:১২ ৩ বার পঠিত