তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছে গেল মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা। ইপিএলে গেল ছয় ম্যাচে আর্সেনালকে হারাতে না পারার আক্ষেপ এবার অ্যানফিল্ডে মেটাতে চায় লিভারপুল। অন্যদিকে এক যুগেরও বেশি সময় পর অলরেডসদের দুর্গ জয় করতে মরিয়া মিকেল আর্টেটার শিষ্যরা। ম্যাচ মাঠে গড়াবে আজ রাত সাড়ে ৯টায়।
ব্যাপক দাপুটে পারফরমেন্সে গেল মৌসুমে ইপিএল শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল। তবে লিগের দুই ম্যাচের একটিতেও আর্সেনালকে হারের তিক্ততা দিতে পারেনি। এমনকি অ্যানফিল্ডে আমন্ত্রণ জানিয়েও সেটা সম্ভব হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের আর্সেনালের বিপক্ষে খেলা শেষ ছয় ম্যাচ বেশ হতাশার। চার ম্যাচে আর্না স্লটের শিষ্যরা পয়েন্ট ভাগাভাগি করলেও হার এড়াতে পারেনি দুই ম্যাচে।
পরিসংখ্যানে চোখ রেখে পেছনে ফিরে গেলে অবশ্য ধূসর অতীত বেরিয়ে আসে আর্সেনালের। অ্যানফিল্ডে গানার্সরা সবশেষ জয় পেয়েছিল ১৩ বছর আগে। এরপর খেলা ১২ ম্যাচের ৭টিতেই জুটেছে হারের তিক্ততা। যদিও অতীত নিয়ে পড়ে নেই দুদলের কেউই।
তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা প্রিমিয়ার লিগের রেস বেশ লম্বা। তবে এখানকার প্রতিটি ম্যাচই সমান গুরুত্ব বহন করে শিরোপা নির্ধারণে। আর তাই তৃতীয় রাউন্ডের ম্যাচ হলেও দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে সমান দুই জয় উভয়ের। গোল ব্যবধানে আর্সেনাল এগিয়ে থাকায় ঘরের মাঠে তাদের টেক্কা দিতে বদ্ধ পরিকর লিভারপুল।
চোটের কারণে দলের মূল তারকাদের অনুপস্থিতি কিছুটা হলেও বিপাকে ফেলবে গানার্সদের। এখনও অনুশীলন শুরু করেননি নিয়মিত অধিনায়ক ওডেগার্ড। সুখবর নেই বুকায়ো সাকার ফেরা নিয়েও। অন্যদিকে উল্টো অবস্থানে লিভারপুর। এই ম্যাচ দিয়ে ফিরছেন ফন ডাইক, অনুশীলনে দেখা গেছে ম্যাক অ্যালিস্টারকেও। তাদের উপস্থিতি নিশ্চিতভাবেই আরও বিপাকে ফেলতে পারে আর্সেনালকে।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৪ ৮ বার পঠিত