কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!

প্রথম পাতা » আন্তর্জাতিক » কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে, তার ডেপুটি, জেডি ভ্যান্স বিশ্বাস করেন যে কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের ‘কমান্ডার-ইন-চিফের’ দায়িত্ব নিতে প্রস্তুত। তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করার মতো ‘ভালো অবস্থায়’ আছেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে, জেডি ভ্যান্স গত জানুয়ারিতে প্রথমবারের মতো ওভাল অফিসে পা রাখার এবং এর ‘মহিমা’ ও ‘অবিশ্বাস্য ইতিহাস’-এ ‘অভিভূত’ হওয়ার কথা স্মরণ করেন।

৭৯ বছর বয়সি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়ে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট খুবই ভালো আছেন…তার দারুণ কর্মশক্তি আছে।’

৪১ বছর বয়সি এই রিপাবলিকান আরও বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী যে মার্কিন প্রেসিডেন্ট ভালো অবস্থায় আছেন, তিনি তার বাকি মেয়াদ পূরণ করবেন এবং আমেরিকান জনগণের জন্য দুর্দান্ত কিছু করবেন।’

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সাথে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি ‘বড় আঘাতের চিহ্ন’ দেখা যাওয়ার কথা জানায় বিভিন্ন গণমাধ্যম। মূলত এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর তার মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য এলো।

জানুয়ারিতে, ৭৮ বছর সাত মাস বয়সে শপথ নেয়া ট্রাম্প ছিলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার পূর্বসূরী জো বাইডেন ২০২১ সালে যখন দায়িত্ব নেন, তখন তার বয়স ছিল ৭৮ বছর দুই মাস।

তবে মার্কিন ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্পের সাথে যদি কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটে তবে তিনি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫৫   ১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, প্রাণহানি ১৫
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধে সহায়তার জন্য দায়ী হতে পারে যুক্তরাষ্ট্র: এইচআরডব্লিউ



আর্কাইভ