কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় শরিফুল ইসলাম শরীফ (৪২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামী একটি ট্রাক মাইজহাটি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক শরিফুল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:০২   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইসি যথাসময়ে নির্বাচনের তফশিল ঘোষণা করবে, আশা ডা. জাহিদের
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হবে এবারের সংসদ নির্বাচন : ইসি আনোয়ারুল
গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল



আর্কাইভ