রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান

প্রথম পাতা » ছবি গ্যালারি » রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান

টালিউডজুড়ে মুক্তি পাচ্ছে নতুন নতুন ধামাকা ছবি। ‘ধূমকেতু’ সাফল্যের পর আরেকটা ছবি কড়া নাড়ছে টালিউড অন্দরে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জির পূজার ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন অভিনেত্রী নুসরাত জাহান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ ২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় ছবির টিজার, যা দেখে ছবির প্রতি কৌতূহল বাড়ে দর্শকের। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৪১   ৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক ছাত্র নিয়ে বাংলাদেশ গঠিত হয়নি: মঈন খান
সরকার টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করছে : পরিবেশ উপদেষ্টা
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা



আর্কাইভ