সোমবার, ১১ আগস্ট ২০২৫

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা
সোমবার, ১১ আগস্ট ২০২৫



রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

সম্মেলনের পর রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ঘোষণা আসেনি নতুন কমিটির। নতুন কমিটির ঘোষণা আসবে ঢাকা থেকে। নতুন কমিটি না হওয়া পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির দুই নেতা।

রোববার (১০ আগস্ট) মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাতে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার জন্য যে সমস্ত উপ-কমিটি অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে রাজশাহী মহানগর বিএনপি ধন্যবাদজ্ঞাপন করছে পাশাপাশি বিএনপি থানা কমিটি, বিএনপি ওয়ার্ড কমিটি এবং বিএনপি মহল্লা কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ধন্যবাদজ্ঞাপন করা হচ্ছে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশক্রমে বিএনপি রাজশাহী মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। পাশাপাশি বিএনপি রাজশাহী মহানগরের দ্বায়িত্বে থাকবেন বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম আলীম এবং বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন।’

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছিল।

সর্বশেষ ২০০৯ সালে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠান হয়েছিল। প্রায় দেড় দশক পর এমন আনুষ্ঠানিক সম্মেলন হলো। রোববার (১০ আগস্ট) সম্মেলনে কাউন্সিলর-ডেলিগেটরা ছিলেন। তবে কোনো কমিটি ঘোষণাও হয়নি। বিকেলে কোনো কমিটি না দিয়েই মঞ্চ ছাড়েন কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪১   ৮ বার পঠিত