নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



নির্বাচনের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।’

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

এছাড়া নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০০   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের চেয়ে দল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য বিপজ্জনক : মঈন খান
শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা
বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে
৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা



আর্কাইভ