আড়াইহাজারে মহিষকে পুলিশের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবক গুলিবিদ্ধ

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে মহিষকে পুলিশের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবক গুলিবিদ্ধ
শনিবার, ১ জুলাই ২০২৩



আড়াইহাজারে মহিষকে পুলিশের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবক গুলিবিদ্ধ

মহিষের তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবক গুলিবিদ্ধ হন ।নারায়ণগঞ্জ আড়াইহাজারে দুপ্তারা এলাকায় শুক্রবার (৩০ জুন) সকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম শান্ত (২৪)। সে ওই এলাকার দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামের ছোঁড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এলাকাবাসী জানায়, দুপ্তারা এলাকায় হঠাৎ করে একটি বুনো মহিষ অতর্কিতভাবে স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে ও তাণ্ডব চালায়। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি তাদের অবহিত করেন। পরবর্তীতে এসআই শহিদুল ইসলাম বুনো মহিষটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে মহিষটির পেছনে থাকা যুবক শান্তর পেটের ডান পাশে বিদ্ধ হয়। পুলিশ ও স্থানীয়রা শান্তকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঈদুল আজহার আগের রাতে হাট থেকে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ ক্রেতা ও তার লোকজনকে আঘাত করে ছুটে যায়। এতে দুইজন আহত হন। পরে বেপরোয়া মহিষটি শুক্রবার সকালে বিভিন্ন স্থানে তাণ্ডব চালালেও কেউ তাকে ধরতে পারেনি। এ অবস্থায় স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে টহলরত পুলিশ মহিষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে।’

‘একপর্যায়ে মহিষটি আরও বেপরোয়া হয়ে ওঠে আশপাশের লোকজনের ওপর আক্রমণ করে। এ সময় মানুষের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ বাধ্য হয়ে মহিষটিকে নিয়ন্ত্রণ করতে তার পা লক্ষ্য করে গুলি চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত নামে এক যুবকের শরীরে লাগে। পরে পুলিশই তাকে হাসপাতালে পাঠায়। বর্তমানে সে আশঙ্কামুক্ত। তার অবস্থা ভালো।’

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩৬   ৮১ বার পঠিত  




আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে সেনা সহায়তায় মাদকবিরোধী অভিযান, আটক ৫
বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
সুইডিশ কোম্পানি নিলোর্ন জাপান অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে
নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা, খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা
আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার



আর্কাইভ