সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ১ কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে জেলার মধ্যনগর উপজেলা কির্তনছড়া এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের কির্তনছড়া নামক স্থানে পরিত্যক্ত ঘরে একটি অভিযান চালিয়ে ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি এক লাখ ৫৮ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০১   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
নির্বাচনে এআই ভয়াবহ হুমকি হতে পারে : সিইসি
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ