রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বলা হচ্ছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির মূল অংশে আগুন লাগে। আর ধ্বংসাবশেষটি আমুর অঞ্চলে পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে। যদিও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উড়োজাহাজটিতে ৪০ জনের মতো আরোহী থাকার কথা বলেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আমুরের আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ লেখেন, আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়।

তিনি আরও লিখেছেন, উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৮   ৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, অনাহারে মৃত্যু ১০
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
থাইল্যান্ডে কম্বোডিয়ার রকেট হামলা, নিহত ১২
গাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র



আর্কাইভ