ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

ফেনীর পরশুরামে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় মো. আফছার (৩১) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুতবার বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিল্লাতের মৃত্যু হয়।

সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে ফেনী-৪ বিজিবির সিইও লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে ফায়ারিং কাম্য নয়।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪৬   ৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার না করার আহ্বান নৌ-পরিবহন উপদেষ্টার
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১
মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত
আমরা প্রতিটি স্থানে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই: নাহিদ
বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির



আর্কাইভ