ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর কোতোয়ালি এলাকা থেকে ৪ দশমিক ৫ গ্রাম ওজনের ৫৪ পুরিয়া হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. লিটন শেখ (৪৫)।

বুধবার মধ্যরাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পটির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

তিনি জানান, গতকাল রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রথখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে ৫৪ (চুয়ান্ন) পুরিয়া, যার ওজন ৪ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৯   ৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার না করার আহ্বান নৌ-পরিবহন উপদেষ্টার
বিমান বিধ্বস্তের ঘটনায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে : ডা. নাসির উদ্দীন
আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে



আর্কাইভ