শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের

প্রথম পাতা » ছবি গ্যালারি » শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের
বুধবার, ১৬ জুলাই ২০২৫



শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল পেকুয়ার মেহেরনামায় ওয়াসিমের কবর জিয়ারত করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে শহীদ ওয়াসিমের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে এবং পরিবারের খোঁজখবর নেন।

কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন বলেন, আজ শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রীয়ভাবে তাকে যেভাবে স্মরণ করার কথা, সেটি আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা চোখে পড়েনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে ওয়াসিম জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। বরং বর্তমান সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে শহীদ ওয়াসিমকে মূল্যায়ন করছে না, ফলে তিনি রাষ্ট্রীয়ভাবে অবহেলার শিকার হচ্ছেন।

দুপুর ১টা পর্যন্ত ওয়াসিমের কবর জিয়ারতে ছাত্রদল ছাড়া অন্য কোনো রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনকে উপস্থিত থাকতে দেখা যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর জুলাই গণআন্দোলনের সময় চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৫   ৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির
সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
পঞ্চগড় আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা
কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা



আর্কাইভ