কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
সোমবার, ২১ জুলাই ২০২৫



কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকালে নগরীর ভিক্টোরিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

এ সময় জম-জম টাওয়ারের জম-জম ক্যান্টিন, ক্যাফে কর্নার এবং গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্টকে এমআরপি চেয়ে বেশি দামে খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশন করায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ক্যাবের সাধারণ সম্পাদক মো: মাসাউদ আলম, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৪   ৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির
কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন নাহিদ
পার্বত্য এলাকায় শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার : সুপ্রদীপ চাকমা
পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা



আর্কাইভ