সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের দোকানে অভিযান: ৮৬ লিটার অকটেন ও ৩০ লিটার ডিজেল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের দোকানে অভিযান: ৮৬ লিটার অকটেন ও ৩০ লিটার ডিজেল জব্দ
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের দোকানে অভিযান: ৮৬ লিটার অকটেন ও ৩০ লিটার ডিজেল জব্দ

সিদ্ধিরগঞ্জে একটি জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ করেছে। মঙ্গলবার (৮ জুলাই) সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযানে মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকানটি থেকে ৮৬ লিটার অকটেন, ৩০ লিটার ডিজেল এবং একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।

অভিযানে র‌্যাব-১১, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে অবৈধ জ্বালানি তেল কারবারিদের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

জব্দকৃত জ্বালানি তেল ও বিক্রয় রশিদ বইয়ের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। এই অভিযানের ফলে এলাকায় অবৈধ জ্বালানি তেল ব্যবসার সাথে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৪   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের আরও এক অঙ্গরাজ্য, জরুরি অবস্থা
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত
অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন
কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা



আর্কাইভ