কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
বুধবার, ২ জুলাই ২০২৫



কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ

জেলার বুড়িচং উপজেলার একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বরাদ্দকৃত ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউসার নামে এক মুদি দোকানির দোকান থেকে টিসিবির ৭৯ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ইউএনও জানান, টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউসার স্টোরে বিপুল পরিমাণ টিসিবির তেল পাওয়া যায়।

দোকানদার কাউসার দাবি করেন, তিনি জেলার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেলগুলো কিনে এনে নিজের দোকানে বিক্রির জন্য রেখেছিলেন।

অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং টিসিবির তেল জব্দ করা হয়।

এ সময় ইউএনও বলেন, ‘এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং কোন ডিলারের মাধ্যমে তা এসেছে,সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৬   ৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে ধর্ষণের ঘটনায় চার আসামি ৩ দিনের রিমান্ডে
নারী নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা শারমিন
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধীদের অবস্থান, ওসির অপসারণ দাবি



আর্কাইভ