কুলাউড়ায় হত্যার শিকার আনজুমের বাড়িতে জামায়াতের আমির

প্রথম পাতা » ছবি গ্যালারি » কুলাউড়ায় হত্যার শিকার আনজুমের বাড়িতে জামায়াতের আমির
শুক্রবার, ২৭ জুন ২০২৫



কুলাউড়ায় হত্যার শিকার আনজুমের বাড়িতে জামায়াতের আমির

কুলাউরা উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়নের শেরপুর গ্রামের নাফিজা জান্নাত আনজুমের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় মরহুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেন আমীর জামায়াত ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) জামায়াত ইসলামী ডা.শফিকুর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামরে স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

এর আগে আমীর নিহত আনজুমের কবর জিয়ারত করেন। গত ১২ জুন সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় মৌলভীবাজারের কুলাউড়ার স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুম। ঘটনার দিন প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুনেল মিয়া তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে নির্মমভাবে নাফিজাকে হত্যা করে এলাকার ছড়ায় ফেলে রেখে চলে যায়। এর দুদিন পর ওই স্থান থেকে নাফিজার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জুনেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এমন ঘটনায় আজ জামায়াত আমীর নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা কোনো অবিচার চাই না, আমরা ন্যায় বিচার চাই।

ডা. শফিকুর রহমান বলেন, আমার নিজ উপজেলায় নাফিজা জান্নাত আনজুম হত্যার মর্মান্তিক সংবাদ ঢাকা থেকে শুনতে পেরেছি। আমি মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছি শুনে আমার বিবেকে আঘাত লেগেছে। এ নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে আমরা কোন সমাজে বাস করছি? এই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করে তার পরিবারের ওপর যে জুলুম করা হলো, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।”

কোনো তথ্য বাদ না দিয়ে উল্লিখিত তথ্য দিয়ে ওয়েব নিউজ আর্টিকেল ফরম্যাটে একটি নিউজ তৈরি করে দাও

বাংলাদেশ সময়: ২১:৩৫:৪০   ৪৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ



আর্কাইভ