কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

প্রথম পাতা » খুলনা » কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

জেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা আজ শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে এ মেলা শুরু হল। মেলায় বিভিন্ন জাতের দেশি ফল প্রদর্শন করা হবে।

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আজ সকালে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বরত) মোফাজ্জেল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জন্নুরাইন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ১২ জন কৃষি উদ্যোক্তাকে ভার্মিকম্পোস্ট সার তৈরির যন্ত্র প্রদান করা হয়। আগামী ২১ জুন শনিবার এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৫   ২৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের
অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর



আর্কাইভ