কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্রগ্রাম » কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না, আর করবে না।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের স্বার্থ সবার আগে। অতএব দেশের বিরোধী কোনো চাপে তিনি নত শিকার করবেন না। বিএনপি যেকোনো ঈদের পর আন্দোলন করবে, তা কেউ জানে না।

তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে। এতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে। এ জন্যই হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩১   ৮১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে : পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ