নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানিয়েছে খেলাফত আন্দোলন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানিয়েছে খেলাফত আন্দোলন
রবিবার, ২৫ মে ২০২৫



নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানিয়েছে খেলাফত আন্দোলন

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেইসঙ্গে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে প্রত্যাশা করে দলটি।

রোববার (২৫ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন দলটির আমির আবু জাফর কাসেমী।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একইসঙ্গে নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদনও করেছে দলটি।

তিনি আরও বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।

বৈঠকের আলোচনার বিষয়ে নিজেদের অন্তর্কোন্দল দূর হওয়ায় ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০০   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ