নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মিলন ও সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন হলেন- আলম মিয়া, জোবায়ের, মজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি পলাতক থাকায় তাদের নাম জানা যায়নি।
মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামে একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান সময় সংবাদকে জানান, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৭ ৩ বার পঠিত