
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সিনেমার কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচিত হন তিনি। এমনকি শাকিব খানের সঙ্গেও তার বিয়ের গুঞ্জন উঠেছিল। সম্প্রতি দেশের বাইরে একটি পারফর্ম করে আবারো খবরের শিরোনাম হয়েছেন মিষ্টি।
কিছু দিন আগেই সিঙ্গাপুরে আয়োজিত একটি শো’তে নাচেন এ অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে সেই নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, গানের তালে মঞ্চ মাতানোর পাশাপাশি ভক্তদেরও মাতিয়েছেন।
তবে অভিনেত্রীর শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা নাচের প্রশংসা না করে বেশ সমালোচনায় ব্যস্ত হয়েছেন। অনেকে এ নায়িকাকে জায়েদ খানের সঙ্গেও তুলনা করেছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘জায়েদ খানের লেডিস ভার্সন।’
অন্য একজন লিখেছেন, ‘ওরে বাবা আপনি এতো কঠিন ড্যান্স শিখলেন কোথায়?’ কেউ লিখেছেন, ‘জায়েদ খান প্রো ম্যাক্স আল্ট্রা।’ আরেকজনের কথায়, ‘সাথে জায়েদ খান থাকলে ভালো হতো।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। তিনি পেশায় একজন চিকিৎসকও।
বাংলাদেশ সময়: ১৪:১৭:৪৫ ৩ বার পঠিত