ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। তিনি বলেন, ওই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তা অবশ্যই নির্ধারণ করতে হবে।
মঙ্গলবার (১৩ মে) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত সরকার ১৬২ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে। সব কিছুর বিচার করতে হবে।
তিনি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে দেশ সেরা এলাকা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
এ সময় প্রবাসী বিএনপি নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৫ ৭ বার পঠিত