মঙ্গলবার, ১৩ মে ২০২৫

রেড কার্পেটে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছেন আলিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারি » রেড কার্পেটে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছেন আলিয়া
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



রেড কার্পেটে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছেন আলিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের মেট গালা সমাপ্তির পর, বিশ্বের চলচ্চিত্র জগতের নজর এবার ফ্রান্সের দক্ষিণে৷ যেখানে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ আজ (১৩ মে) থেকে শুরু হতে চলেছে৷

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি’অর পুরস্কার দেওয়া হবে৷

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবেই এই সম্মান দেওয়া হবে রবার্ট ডি নিরোকে৷ সেইসঙ্গে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে৷

এই কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’-এর স্পেশাল স্ক্রিনিং হবে৷ ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে৷

১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে শনিবার পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে৷ যেখানে সরাসরি সম্প্রচার যেমন হবে, তেমনই ফেস্টিভ্যাল দে কান ইউটিউব চ্যানেলের ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার করবে আয়োজকরা৷

বাংলাদেশি সময় আজ রাত ১১ টা ১৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে৷ সেখানেই ডি নিরোকে পাম ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে৷

এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা তথা বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত হবেন৷ কানের রেড কার্পেটে ফের একবার নিজের উপস্থিতি পেশ করতে চলেছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন ৷ সেই সঙ্গে বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে এবারের কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে৷

ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে আসছেন৷ প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন৷ যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন৷

এই বছর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ল’ওরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন কান চলচ্চিত্র উৎসবে৷ আর এই সুযোগ পেয়ে বেশ উত্তেজিত আলিয়া বলেন, ‘প্রথমবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার বিষয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ৷’

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৩   ৪ বার পঠিত