সরকারি অর্থ ব্যয়ে অপচয় কমানোর আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সংস্থাটির কর্মকর্তাদের জন্য আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এন্ড রুলস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সোমবার (১২ মে) দুপুরে গজারিয়া মুন্সীগঞ্জের, ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মসূচিটি উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে দুর্নীতি দমন কমিশনের কর্মরত তিরিশ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুদক এর মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ, ইএসসিবি রেক্টর প্রকৌশলী মোঃ আশরাফুল আলম এবং আইইবি ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ও সদস্য বিওজি (ইএসসিবি) প্রকৌশলী শেখ আল আমিন
অনুষ্ঠানে সরকারি ক্রয় প্রক্রিয়ায় কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এই প্রশিক্ষণ কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে বলে বক্তব্য দেন দুদক এর মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি), জনাব আব্দুল্লাহ আল জাহিদ। দেশের মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে আসতে বলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ও সদস্য বিওজি (ইএসসিবি), প্রকৌশলী শেখ আল আমিন। প্রকুরমেন্টের এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন রেক্টর, প্রকৌশলী মোঃ আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান । সারা দেশ থেকে আগত এসিসি কর্মকর্তাগণ জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত এসিসি এর এই প্রশিক্ষণ সকল কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। কর্মকর্তাদের এই আইন জেনে তা বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫২ ৪ বার পঠিত