বুধবার, ৭ মে ২০২৫

চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ
বুধবার, ৭ মে ২০২৫



চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ

দালালদের দৌরাত্ম্য, গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে ঝিনাইদহ জেলা সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিআরটিএ অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে দালালরা কার্যালয় ত্যাগ করে পালিয়ে যায়।

ঝিনাইদহ জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সরকারি পরিচালক খালিদ মাহমুদ বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রাহক হয়রানি, দালালদের দৌরাত্ম্য ও অফিস ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়গুলো তদন্ত করা হয়েছে।’

তিনি জানান, চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অনিয়ম সম্পর্কে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৩   ৬ বার পঠিত