জামালপুরে চানাচুর দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. শহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
অর্থদণ্ডের জরিমানা পরিশোধ করা না হলে অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়,২০২১ সালের ২৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকায় মনোহারী দোকানদার জিয়াউল হক চানাচুর দেয়ার কথা বলে দোকানের পাশের রুমে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণে আসামির দোষ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, রায়ে আমি সন্তুষ্ট। আমার মেয়ে ধর্ষণের বিচার পেয়েছি। তবে ফাঁসি হলে ভালো হতো। তারপরও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এতেই আমি সঠিক বিচার পেয়েছি। আদালতের রায়ে আমি খুশি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল আমীন শামীম বলেন, ‘মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। আমি রাষ্ট্রের পিপি হিসাবে মামলার রায়ে সন্তুষ্ট।’
বাংলাদেশ সময়: ১৬:০০:০৭ ৩ বার পঠিত