জেলার চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে আজ বৃত্তি প্রদান করা হয়েছে।
সকালে চরভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী কৃষক দল নেতা আলমগীর কবিরের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি বলেন আমাদের সমাজে একটা ভালো ট্রেন্ড আছে, যারা খুব ভালো খেলতে পারে, তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি। যারা ভালো গাইতে পারে, তাদেরকে নিয়েও অনেক অনুষ্ঠান হয়। যারা ভালো নাচতে পারে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি, প্রচার করি বিভিন্ন মিডিয়ায়। অথচ, ভালো যারা লেখাপড়ায় ভালো পারে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির ও হাজি আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির প্রমুখ।
এসময় আলমগীর কবির নিজস্ব উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সহযোগিতায় চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৮৫ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৭ ৪ বার পঠিত