খুলনায় মে দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » খুলনায় মে দিবস পালিত
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



খুলনায় মে দিবস পালিত

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে খুলনার রেলওয়ে স্টেশন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এর র‍্যালির উদ্বোধন করে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন শ্রমিক সংগঠন, মালিকপক্ষ, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণিপেশার মানুষ।

পরে শিল্পকলা একাডেমি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় শ্রমজীবী মানুষেরা বলেন, নিরাপদ কর্মপরিবেশ আর শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করলেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অনুষ্ঠান বাস্তবায়ন করে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৮   ৫ বার পঠিত  




খুলনা’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি



আর্কাইভ