বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

চাপের মুখে উপাচার্য অপসারণ মেনে নেয়া হবে না: কুয়েট শিক্ষক সমিতি

প্রথম পাতা » ছবি গ্যালারি » চাপের মুখে উপাচার্য অপসারণ মেনে নেয়া হবে না: কুয়েট শিক্ষক সমিতি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫



চাপের মুখে উপাচার্য অপসারণ মেনে নেয়া হবে না: কুয়েট শিক্ষক সমিতি

চাপ প্রয়োগ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে অপসারণ করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষকরা।

এসময় তারা শিক্ষার্থীদের আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে কোনো আলোচনা না করায় সংবাদ সম্মেলনে হতাশাও প্রকাশ করেছেন শিক্ষকরা।

অন্যদিকে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কুয়েটের উত্তপ্ত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে।

গত ২১ এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনশন শুরু করেন ৩২ জন শিক্ষার্থী। এদের মধ্যে অসুস্থ হয়ে সাতজনকে কুয়েট মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬:২১:১১   ১৬ বার পঠিত