রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল

আইনের সর্বোচ্চ কঠোরতা নিশ্চিত করা যায় এমনভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা করা হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে হরহামেশায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। ক্ষমতাশালী প্রার্থী হলে তো কথাই নেই। বারবার জরিমানা দিয়েও ঘটান আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। তবে এবার রাজনৈতিক দল এবং প্রার্থীদের লাগাম টেনে ধরতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা হচ্ছে পরিবর্তন।

সোমবার (৭ এপ্রিল) নির্বাচন ভবনে আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে তিনি বলেন, নির্বাচনী ব্যয় ন্যূন্তম রাখা, প্রচারণায় সব প্রার্থী যেন সমান সুযোগ পান সেই সুযোগ রাখা হয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়েই নির্বাচন হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাংলাদেশ কনজার্ভেটিভ পার্টি আবেদন করেছে। দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৪৫   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ