ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: উপজেলার শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়।

এর একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়জন গুরুতর আহত হন়। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, একটি মারামারির ঘটনা ঘটেছিলো। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:১৬   ৭৪ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সীমান্তে ২১ সোনার বারসহ আটক ১
১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের



আর্কাইভ