পিআইবিতে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিআইবিতে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



পিআইবিতে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সংবাদদাতাদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

পিআইবির মহাপরিচালক কর্মশালা উদ্বোধনকালে তার বক্তব্যে বলেন, মিথ্যা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, তাই সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের বড় দায়িত্ব রয়েছে মূল তথ্য তুলে ধরার।

গত ১৫ বছরে সাংবাদিকতাকে ভূলুণ্ঠিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের যথাযথ মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে।

পিআইবি সূত্রে জানা যায়, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান এ কর্মশালায় দুই বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল, মক সেশন, ব্যবহারিক ক্লাসসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা বহুমুখী প্ল্যাটফর্মে প্রতিবেদন তৈরি ও পরিবেশনে পারদর্শিতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

কর্মশালা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৬   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ