ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা শুরু ২৩ জুন

প্রথম পাতা » অর্থনীতি » ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা শুরু ২৩ জুন
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা শুরু ২৩ জুন

আগামী ২৩ জুন থেকে ২৫ জুন ঢাকায় প্রথম ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর গুলশান-১ এর শুটিং ক্লাবে এই মেলা হবে।

বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভুটানের সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, ভুটান কান্ট্রি অফিস অব ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই মেলার আয়োজন করছে।

‘ভুটানে বেড়ে ওঠার জন্য বিনিয়োগকারী, প্রযোজক, ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে মিলবন্ধন’ থিম রাখার মাধ্যমে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার দুই দেশের ব্যবসা, উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি করতে সুযোগগুলো অন্বেষণ করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করবে এবং বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন আবাসিক মিশন-দূতাবাসের প্রধান, উদ্যোক্তা, শীর্ষ ব্যবসায়িক সংস্থার নির্বাহী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

ভুটানের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এবং খাদ্য ও কৃষি সংস্থার ভুটান কান্ট্রি অফিসের বিশেষজ্ঞরাও এই মেলায় অংশ নেবেন। বাণিজ্য ও বিনিয়োগ মেলার পাশাপাশি, ভুটানের বিশেষজ্ঞরা ভুটানে বিনিয়োগের সুযোগ এবং বিশেষ করে কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনারও আয়োজন করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১৫   ৬১ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা



আর্কাইভ