নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন, শুরু ৮ ফেব্রুয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারি » নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন, শুরু ৮ ফেব্রুয়ারি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন, শুরু ৮ ফেব্রুয়ারি

ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই পদ্ধতি চালু হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকছে না।

পোস্টে আরও বলা হয়, ‘আমরা নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু করব।’

তবে যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাশাপাশি, আজ মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ক্লিক ক্লিক করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৫:৫০   ৭৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
উন্নয়নশীল দেশে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ : প্রাণিসম্পদ উপদেষ্টা
ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
একটি ধর্মভিত্তিক দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী



আর্কাইভ