পিরোজপুরে যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

প্রথম পাতা » খেলা » পিরোজপুরে যুব কাবাডি টুর্নামেন্ট শুরু
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



পিরোজপুরে যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলায় আজ থেকে শুরু হয়েছ যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক/বালিকা) টুর্নামেন্ট।

বৃহস্পতিবার সকালে টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদর থানার ওসি আব্দুস সোবাহান।

এই টুর্ণামেন্টে পিরোজপুরের সাত উপজেলার মোট ১১টি দল অংশগ্রহণ করছে।

পুলিস সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের বলেন, দীর্ঘ একমাস ব্যাপী তারুন্যের উৎসব চলছে। এ উপলক্ষে আমরা যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক-/বালিকা) টুর্নামেন্টের আয়োজন করেছি। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৭   ৪২ বার পঠিত  




খেলা’র আরও খবর


নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ



আর্কাইভ